What's New?

10:09 PM SANDY'S CHOCOLATE CAKE

Entertainment Entertainment Author
Title: কোনটি খাবেন? গরুর কোরমা না খাসির রেজালা
Author: Entertainment
Rating 5 of 5 Des:
কোনটি খাবেন? গরুর কোরমা না খাসির রেজালা   উৎসবে কিংবা অন্য দিনেও গরু বা খাসির মাংস খাওয়া হয়েই থাকে। তবে কোনটা খাওয়া উচিত আর কোনটা একটু...

কোনটি খাবেন? গরুর কোরমা না খাসির রেজালা  


উৎসবে কিংবা অন্য দিনেও গরু বা খাসির মাংস খাওয়া হয়েই থাকে। তবে কোনটা খাওয়া উচিত আর কোনটা একটু কম খাওয়া উচিত অর্থাৎ এই দুইয়ের উপকারিতা ও অপকারিতা কী, তা জানা থাকা ভালো। এই দুই ধরনের মাংসই চর্বিযুক্ত, তাই সীমিত পরিমাণে এগুলো খাওয়া যেতে পারে। এ ব্যাপারে বলেছেন বারডেম হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবিদ শামসুন্নাহার নাহিদ।



গরুর মাংসের কোরমা

উপকারিতা

* গরুর মাংসে রয়েছে প্রোটিন, যা মাংসপেশি মজবুত করে।

* এতে রয়েছে প্রচুর আয়রন, যা রক্তস্বল্পতা দূর করে এবং শরীরে অক্সিজেন সরবরাহ করে।

* গরুর মাংসে রয়েছে বি১২, বি৬ ও বিরোফ্রবিন, যা শরীরে শক্তি সরবরাহ করে।



অপকারিতা

গরুর মাংসে প্রচুর পরিমাণে চর্বি থাকে, যা হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ায়। অতিরিক্ত গরুর মাংস খেলে রক্তে চর্বির মাত্রা বেড়ে যেতে পারে। এ ছাড়া গরুর মাংসে বিদ্যমান সোডিয়াম শরীরের জন্য ক্ষতিকর। গরুর মাংস খাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্য বেড়ে যায়।

খাসির রেজালা



উপকারিতা

খাসির মাংসেও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা শরীরের শক্তি জোগাতে সাহায্য করে। খাসির মাংসে তুলনামূলক কম চর্বি থাকে। এতেও প্রচুর আয়রন থাকে।

অপকারিতা

* অতিরিক্ত খাসির মাংস খাওয়ার ফলে শরীরে চর্বির পরিমাণ বেড়ে যায়। এর ফলে হৃদ্‌রোগের ঝুঁকি দেখা দেয় এবং হজমেও সমস্যা হয়। অতিরিক্ত খাসির মাংস গ্রহণ করলে খাদ্যনালি, ফুসফুস, অগ্ন্যাশয়, পাকস্থলী ও স্তন ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়। কোলস্টেরলের পরিমাণ বেড়ে যায়। এ ছাড়া স্ট্রোকের ঝুঁকিও থাকে।

* মাংস তা খাসির হোক বা গরুর, খাওয়ার আগে যখন এটা কাটা হবে তখন সাদা চর্বিটা ফেলে দিতে হবে অর্থাৎ লিন মিট করে নিতে হবে। এ ছাড়া যা করা যেতে পারে তা হলো, সাদা চর্বিটা ফেলে দেওয়ার পর মাংস ছোট ছোট করে কেটে গরম পানিতে ৩-৫ মিনিট ফুটিয়ে নিলে আর কোনো ঝুঁকি থাকে না।


20 May 2017

Advertisement

Next
Morning & Evening Makeup Tips  
Previous
শিখে নিন স্পেশাল মুরগি রান্না মুরগির মজাদার দুটি রেসিপি দুপুর বা রাতের খাবার হিসেবে যেমন, বিকেলের নাস্তাতেও সুস্বাদু খাবার হিসেবে মুরগি সবারই পছন্দ। তাই মুরগির দুটি মুখরোচক রান্নার রেসিপি দিয়েছেন ।  চিংড়ি-মুরগি সঙ্গে সব্জি উপকরণ মুরগি ২০০ গ্রাম। চিংড়ি মাছ ২০০ গ্রাম। সসেজ ২০০ গ্রাম। পনির ৫০ গ্রাম। সুইট কর্ন ৩-৪টি। ক্যাপসিকাম বড় ১টি। ফুলকপি ছোট হলে ২টি। টমেটো ৩-৪টি। ব্রকলি ২টি। পেঁয়াজ ৪-৫টি। কাঁচামরিচ ৪-৫টি। কর্ন ফ্লাওয়ার ১ চা-চামচ। টমেটো সস ১ টেবিল-চামচ। ওয়েস্টার সস আধা টেবিল চামচ। টেস্টিং সল্ট আধা চা-চামচ। আদা বাটা আধা চা-চামচ। রসুন বাটা আধা চা-চামচ। মাখন বা সয়াবিন তেল। লবণ (খুব বেশি লাগবে না। ওয়েস্টার সসে লবণ থাকে। তাই স্বাদ বুঝে দিতে হবে। যারা কম লবণ খান তারা চেখে দিবেন)। প্রণালী: মুরগি, চিংড়ি, সসেজ, পনির, ক্যাপসিকাম, ফুলকপি, টমেটো, ব্রকলি, পেঁয়াজ তিন কোনা করে কেটে মাখন দিয়ে ভাজুন ২ মিনিট। তারপর একটা পাত্রে তুলে রাখুন। গ্রেভির জন্য চুলায় মাখন বা তেল গরম করে তাতে তিন কোনা করে কেটে রাখা আরও কিছু পেঁয়াজ দিন। একটু বাদামি রং ধরলে তাতে আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালো করে কষান। এতে মুরগি, চিংড়ি, সসেজ, ক্যাপসিকাম, ফুলকপি, পেঁয়াজ দিন। মিনিট খানেক কষিয়ে পনির, সুইট কর্ন, টমেটো ও টেস্টিং সল্ট দিন। আধ মিনিট পর আধ কাপ পানিতে কর্নফ্লাওয়ার গুলে নিয়ে ঢেলে দিন। ভাজা ভাজা হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নিন। পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশ করুন: মুচমুচে মুরগি: উপরকরণ : মুরগি ১টি (৮ টুকরা)। সয়াসস ১ টেবিল-চামচ। ওয়েস্টার সস ১ টেবিল-চামচ। টমেটো সস ২ টেবিল-চামচ। আদা বাটা ১ টেবিল-চামচ। রসুন বাটা আধা টেবিল-চামচ। পেঁয়াজ বাটা ১ চা-চামচ।  মরিচ গুঁড়া ১ টেবিল চামচ। গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ। লেবুর রস ১ টেবিল-চামচ। ময়দা ১ কাপ ও ভাজার জন্য তেল। প্রণালী: মুরগি পরিষ্কার করে কেটে ধুয়ে পানি শুকিয়ে মুছে নিতে হবে। এবার ময়দা ও তেল বাদে সব উপকরণ মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিন। এবার বাটিতে পানি নিতে হবে। মাখানো মাংস ময়দায় খুব ভালো করে চেপে চেপে মাখিয়ে উঠিয়ে বাটির পানিতে ভিজিয়ে রাখুন। মাংস তুলে আবার ময়দায় মাখিয়ে পানিতে ভেজান। এবার তুলে ময়দায় খুব ভালো করে মাখিয়ে গরম ডুবো তেলে বাদামি করে সব মুরগি ভেজে তুলতে হবে। বিকালের নাস্তার জন্য খাবারটি সস দিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন।

Post a Comment

Thanks For Comments

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top