Entertainment Entertainment Author
Title: 49.5 inch feet of women! (৪৯.৫ ইঞ্চি লম্বা পায়ের নারী রেকর্ড)
Author: Entertainment
Rating 5 of 5 Des:
৪৯.৫ ইঞ্চি পায়ের নারী! ঢাকা: স্কুলে মেয়েটিকে সবাই গাছ আর জিরাফ বলে ডাকতো। কারণ তার শরীরের তুলনায় পা দুটো একটু বে...

৪৯.৫ ইঞ্চি পায়ের নারী!










ঢাকা: স্কুলে মেয়েটিকে সবাই গাছ আর জিরাফ বলে ডাকতো। কারণ তার শরীরের তুলনায় পা দুটো একটু বেশিই লম্বা। যে যাই বলুক, শেষতক এ লম্বা পায়ের জোরেই রেকর্ড গড়লেন অ‍ামেরিকান বংশদ্ভূত হলি বার্ট।
সম্প্রতি আমেরিকার সবচেয়ে লম্বা পায়ের অধিকারী হিসেবে নিজের নাম লিখিয়েছেন বার্ট। ২০ বছর বয়সী এ নারীর পা দৈর্ঘ্যে ৪৯.৫ ইঞ্চি। এর আগে দেশটির সবচেয়ে লম্বা পায়ের রেকর্ড গড়েছিলেন মডেল লরেন উইলিয়ামস। তার পায়ের দৈর্ঘ্য ছিলো ৪৯ ইঞ্চি।

বার্ট লম্বায় ছয় ফুট পাঁচ ইঞ্চি। জানা যায়, তার পরিবারের সবাই লম্বা। ফ্লোরিডায় ডিজাইনিংয়ে অধ্যয়নরত বার্ট জানান, তিনি ছয় ফুট তিন ইঞ্চির নিচে কোনো পুরুষকে জীবনসঙ্গী করবেন না।
তার কথা, আমি যদি আমার চেয়ে লম্বা কোনো পুরুষকে দেখি তাহলে নির্দ্বিধায় তার সঙ্গে কথপোকথনে যাবো।

পায়ের কারণে স্কুলে অনেক তিক্ত অভিজ্ঞতা থাকলেও বার্টের মতে, সময়ের সঙ্গে সঙ্গে তার পা মানুষের আকর্ষণে পরিণত হয়েছে।
তিনি জানান, আমি মানুষের যথেষ্ট মনোযোগ পাচ্ছি, যা আমার প্রয়োজন ছিলো।
তবে লম্বা পায়ের জোরে রেকর্ড গড়লেও কিছু অসুবিধা তো রয়েছেই। প্লেনে চড়া ও গাড়িতে উঠতে বার্টকে একটু ঝামেলা সামলাতে হয়। অ‍ার জামাকাপড় কেনার সময়ও একটু বুঝে কেনা লাগে।

বার্টের কাছে তার দীর্ঘায়িত আকর্ষণীয় পা দুটি সম্পদের মতো। তিনি মনে করেন তার পা ক্যারিয়ার, মডেলিং ও সুন্দর ভবিষ্যৎ তৈরিতে তাকে এগিয়ে নিয়ে যাবে।



Advertisement

Post a Comment

Thanks For Comments

 
Top