Entertainment Entertainment Author
Title: শিক্ষক বনাম বদমাস বল্টু
Author: Entertainment
Rating 5 of 5 Des:
শিক্ষকঃ বলতো বল্টু , আকবর জন্মেছিলেন কবে..? বল্টুঃ স্যার, এটা তো বইয়ে নেই। শিক্ষকঃ কে বলেছে বইয়ে নেই। এই যে আকবরের নামের পাশে লেখা ...
শিক্ষকঃ বলতো বল্টু , আকবর জন্মেছিলেন কবে..?

বল্টুঃ স্যার, এটা তো বইয়ে নেই।

শিক্ষকঃ কে বলেছে বইয়ে নেই।

এই যে আকবরের নামের পাশে লেখা আছে ১৫৪২-১৬০৫.

বল্টুঃ ও! ওটা জন্ম-মৃত্যুর তারিখ..?

আমি তো ভেবেছিলাম ওটা আকবরের ফোন নাম্বার।

তাই তো বলি, এত্তোবার ট্রাই করলাম, রং নাম্বার বলে কেন..?

.................................... শিক্ষকঃ বেঁহুশ

Advertisement

Post a Comment

Thanks For Comments

 
Top